বন্ধ দুয়ার
বন্ধ দুয়ার


ভাঙাচোরা ধুলোয় ঢাকা,
পুরানো রাজা র বাড়ি,
বন্ধ হয়ে ফটক খানি,
পরে আছে তারই,
ইতিহাসে তে জাল বুনেছে,
খালি উঠোন ঘর,
জন প্রাণী যায়না সেথা,
সন্ধে নামার পর.
পালকি খানা ভেঙে গেছে ,
খালি পানের বাটা,
উঠোন ভরা আগাছাতে,
যায়নাকো আর হাঁটা।
দুয়ারেতে সন্ধে হলে ,
দেয় নাকো কেউ বাতি,
ঝার বাতি টা জ্বালে না কেউ ,
কত দিন আর রাতি।
স্তব্ধ মহল একলা পরে,
শুকনো পাতার গান,
ভাঙা দেয়াল গল্প শোনায় ,
যুদ্ধে যাওয়া প্রাণ।
গুপ্তধন এর সন্ধানেতে ,
ডাকাত রা দেয় হানা,
হারানো সেই ধনের কথা,
নাইকো কারুর জানা,
কেউ বলে এই শ্রাপিত ঘরে,
ভূত পেত্নীর বাস,
বন্ধ দুয়ার বন্ধ পরে,
খোলে নি কত মাস ।
নেইকো রাজা নেইকো রানী,
আছে তাদের কথা,
ধুলোর মাঝে ঢাকা পড়া,
কত দুঃখ ব্যাথা ,
আছে রানীর নকশা কাটা,
চিরুনি খানা পরে,
ভাঙা খাটের আশেপাশে,
পাখি রা সব ওরে.
আয়না খানা রয়েছে ভাঙা,
রোদ্দুরে ঝলমল।
দীঘি খানা শুকনো পরে,
শুকিয়ে গেছে জল.
মাকড়সার জালে ঢাকা,
লোহার তলোয়ার,
কত যুদ্ধে সাথী হয়ে,
গেছে কতবার।
সময় টাকে থমকে রেখে,
ভাঙা মহল খানি,
বন্ধ দুয়ার বন্ধ পরে,
নাই ক জনপ্রাণী।