অব্যক্ত প্রেম
অব্যক্ত প্রেম


হাড় হিম করা ঠাণ্ডায়
বারুদের স্তুপের ওপর বসে
তোমাকে ভালোবেসেছিলাম ।
নিস্তব্ধ দুপুরে ইনসাস হাতে সেনা ছাউনিতে
বুকপকেটে বটুয়ার ভিতরে
তোমায় রেখেছিলাম সঙ্গোপনে ।
স্কুলের বেণী ঝোলানো মেয়েটিকে
একদিন মনে মনে ভালোবেসেছিলাম
হ্যাঁ, তোমায় ভালোবেসেছিলাম ।
দেশমাতৃকার রক্ষায় এলাম কাশ্মীরে
উর্দির নিচে চাপা দিলাম কোমল হৃদয়টাকে
তোমাকেও রক্ষা করার শপথ নিলাম ।
বুকপকেটে তোমার নীরব অস্তিত্ব
আগলে রাখত লাল হৃদয়টাকে রক্ষাকবচের মতো
বুকের কাছে তোমায় পেয়েছিলাম ।
বলতে পারিনি কোনও দিনও মুখ ফুটে
তোমাকে হারানোর ভয়ে ভীত হয়ে
শুধু তোমাকেই ভালোবেসেছিলাম ।
অমাবস্যার গহীন আঁধারে
মর্টারের আঘাতে ছিন্নভিন্ন দেহটাও
তোমাকেই ভালোবেসেছিল ।
শহরের বুকের দুটো শোভাযাত্রা বেরল
অব্যক্ত প্রেম আর আনন্দের শুভ বিবাহের
নিশ্চল হৃদয়েও তোমায় ভালোবেসেছিলাম।।