STORYMIRROR

Subrata Nandi

Classics

3  

Subrata Nandi

Classics

অব্যক্ত অভিলাষ

অব্যক্ত অভিলাষ

1 min
490


প্রগাঢ় অভিলাষ ব্যক্ত করি না আর,

শূন্য কাঠামো দৃশ্যমান চতুর্দিকে,

খসে পড়েছে মাটির উরস!

পাহাড়ঘেরা স্বপ্নরা অন্তহীনতায় পিঞ্জরবন্দী,

বিশ্বাসের দোরগোড়ায় শতেক প্রশ্নচিহ্ন!


সন্ত্রস্ত ভঙ্গুর মন,

সপ্তসুরের তানে আকাশকে ছুঁয়ে দেখি না।

অবশ হ'য়ে আসছে অমাবস্যার ফাঁদে,

চাঁদের কলঙ্কিত অধ্যায়কে ভুলতে যে পারি নি!

প্রতিটি ক্ষণে বিস্মৃত সুরের ছন্দপতন খুঁজে বেড়াই!

সত্যিই কী রাখতে পেরেছিলাম নিজের ক'রে?

এখন সীমান্তের কাঁটায় স্থবিরতা আসছে ধেয়ে।

নির্বাক-ধূসর মনে উন্মস্থন না হওয়াই যুক্তিযুক্ত। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics