অবুঝ আমি
অবুঝ আমি
আমার মনের কথা আমি নিজেকেই বলি না,
আর তোমাকে?
আমার আমি সেটা বুঝে নেয়,
তোমার তুমি তা পারে না।
যদি তা পারতো
তাহলে এড়িয়ে যাওয়ার সীমা থাকতো
অনুভূতি গুলো অফুরন্ত হত।
দিনের শেষে পালক ভর্তি খাঁচা ও
পরিষ্কার হতো।
তবে বুঝতে না পারাই ভালো
তাই হয়তো বেলা শেষে এটা বলতে পারবো
অবুঝ টা অবুঝের মতো ই চলে গেছিলো
তাই গোটা দিন টা বুঝে কাটলো।
