STORYMIRROR

Arnab Ghosh

Tragedy Others

3  

Arnab Ghosh

Tragedy Others

জ্বর

জ্বর

1 min
232

তীব্র গরমের দিনে ও

আমার শত্রুতা বেঁধেছে

ওই সিলিং-এ থাকা পাখা টির সঙ্গে।। 

আর এই দ্বন্দ্ব মাঝে

চাদর- শীতে আমার প্রিয় সখী

আজ আমায় হতে দিচ্ছে না একাকী,,,।। 

অদ্ভুত এক পরিস্থিতি 

আজ দিচ্ছে উপস্থিতি,, 

কোনো নেশা না করে 

রয়েছি এক অস্বস্তিময় ঘোরে,,, 

মাঝে মাঝে ভুল বকা

তা শর্তে ও মন চায়ছে  

আমি যেন চেষ্টা হয় তোমার খোঁজ করা,,, 

মস্তিষ্ক বড়ো শয়তান,,, 

বলে কিনা

সে তো করে নি তোকে খোঁজার চেষ্টা,, 

তাহলে তুই কেন হতে যাবি,, 

তাকে নিজের মতো নতুন করে পাবার স্রষ্টা??.... 

কিন্তু আমি আবহমান,,, আবেগ দ্বারা চালিত

মস্তিষ্কের কাছে আমি বেইমান,, 

তাই মন আমায় চালিত করে প্রতিনিয়ত,,,,,, 

খোঁজ নিতে তুলে নিলাম মুঠোফোন,, 

অন্ধকার ঘরে

 phone screen এর অল্প আলোতে

অস্বস্তির শরীরের দুই চোখে

তীব্র জ্বালা অনুভূতি,,, 

ফোন ফেলে দুই চোখ দুই হাত দিয়ে চেপে ধরি,,, 

সত্যি আজ ও আমি একাকী,,, 

আজ ও 

নেওয়া হলো না তার খোঁজ,,, 

আর কবে পাবো তার খবর,, 

কবে চলে যাবে এই জ্বর,,, 

এই জ্বর কেনো বললাম,, 

এটা হবে জ্বালাময় শহর,,, 

শহর কোথা থেকে এলো,,, 

ওটা বোধহয় হবে শরীর,, 

আবার ভুল বকা শুরু হল,, 

তাই এবার চলি,,, 

দেখি পাখার সাথে দ্বন্দ্ব ফেলে, 

সিলিং এর অনেক উপরে ওঠা যায় নাকি?



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy