গল্প হবো
গল্প হবো
আমি যেদিন গল্প হবো
সেদিন হয়তো তুমি,
হয়তো নয়, তুমি লিখবেই
ছন্নছাড়া ছন্দহারা
এক অসমাপ্ত প্রেমিকের ছড়া।
আমার গল্পের উপসংহার
সেদিন শুরু করবে
তোমার গানের অন্তরা।
দিনের শেষে তুমি ও এঁকে ফেলবে
গলির মোড়ে লাল জামা, লাল সাইকেল
যা আমার গল্প মনে করাবে।
তোমা কীর্তি নীহারিকা মাতাবে
আর তুমি খঁজবে
ছন্দহারা র ছন্দ
ছন্নছাড়া র আনন্দ।
