স্পন্দিত স্পন্দন
স্পন্দিত স্পন্দন
আমার ভালোবাসার বৃত্তে
ছিল তোমার গোলাপি মন,
সিক্ত থাকত আমার রক্তে
তোমার হৃদস্পন্দন।
আজ ও আছে স্পন্দন
কিন্তু গোলাপিতে এসেছে নীল নীরবতা
এটা কি হৃদের অভিযোজন,
নাকি থেমে যাওয়ার আগাম সতর্কতা।
স্পন্দিত স্পন্দন কি এত সহজে থামবে?
না,,,থাকলেই তো তোমায় ভুলে যাবে,
স্পন্দন কে চলতেই হবে,,
লালের পর নীল,, এরপর সাদার দিকে এগোবে
সাদা হয়তো আবার নতুন রঙ মেখে নেবে,,
স্পন্দিত স্পন্দন কে চলতেই হবে।।
