STORYMIRROR

Arnab Ghosh

Tragedy

2  

Arnab Ghosh

Tragedy

স্পন্দিত স্পন্দন

স্পন্দিত স্পন্দন

1 min
114

আমার ভালোবাসার বৃত্তে

ছিল তোমার গোলাপি মন,

সিক্ত থাকত আমার রক্তে

তোমার হৃদস্পন্দন।

            

   আজ ও আছে স্পন্দন

কিন্তু গোলাপিতে এসেছে নীল নীরবতা

  এটা কি হৃদের অভিযোজন,

নাকি থেমে যাওয়ার আগাম সতর্কতা

স্পন্দিত স্পন্দন কি এত সহজে থামবে?

না,,,থাকলেই তো তোমায় ভুলে যাবে,

স্পন্দন কে চলতেই হবে,,

লালের পর নীল,, এরপর সাদার দিকে এগোবে

সাদা হয়তো আবার নতুন রঙ মেখে নেবে,,

স্পন্দিত স্পন্দন কে চলতেই হবে।।


                                              


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy