আর লিখবো না
আর লিখবো না
সময়ের ফ্রেমে তুমি বন্দী, তাই আরও একবার জিতে গেলে তুমি,,,
তোমার প্রেমিক "সত্যম শিবম সুন্দরম",,, হারতে পারে সে কি??
আমি নীরব নীল,,,,মহাকাল তো তোমার,, আমি শুধু ছিনিয়ে নিলাম নীলকন্ঠ তার,,,
আমি সময় থেকে নিয়েছি ছুটি,,, আর তো কোনো ইচ্ছা নেই,,, নীল কন্ঠে র দায়ে আমৃত্যু নেশার স্বীকার,,, আর কদিন বেঁচে থাকবে সেই কবি?
শুনেছিলাম কবি
শুধু দিতে জানে
আমার শখ কবি
কবি হবার শখেই লেখা ছেড়ে দিলাম
তুমি আজীবনের জন্য সুখী
লেখার সাথে তোমার সুখী হবার সম্পর্ক কি?
লেখা ছাড়া কিছু পারি না,,, না লিখলে আমি লাশ,,, হঠাৎ উধাও, তুমি মুক্ত,,,, ঠিক যেন কিছু ছোটো গল্পের পাতা।
(তুমি +আমি +কবিতা) - (কবিতা) =তুমি
{3-1=1}
কবিতা ছাড়া না কবি,
আর না আমি।

