সাম্প্রদায়িকতা
সাম্প্রদায়িকতা
সাম্প্রদায়িকতা বড়ো বিচিত্র,
বিশেষ করে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে
যখন সাম্প্রদায়িকতা বারবার ইস্যু হয়ে ওঠে
সাম্প্রদায়িকতা হয়ে ওঠে ভয়ঙ্করের সুচিত্র।।
রসায়ন পদার্থবিজ্ঞান এর শ্রেষ্ঠত্বের লড়াই মাঝে
সবাই ভুলে যায় গণিততত্ত্ব,
কোলে থাকা দুই সম্প্রদায়ের লড়াই মাঝে
ক্ষতবিক্ষত উপেক্ষিত ভারতমাতা আজ ভুলতে বসা তথ্য।।
একই বৃন্তের কুসুম আমরা তোমারা
মালী তো ভারতমাতা,
আসুক না সাম্প্রদায়িক দস্যু হানা
বলব আমি নিয়ে যা আমায়
দিয়ে দে ওদের নিরাপদ আশ্রয়।
তোমারা করছো দস্যু কে ঘরে বসিয়ে
পড়শী র দিকে যাচ্ছ লাঠি উঁচিয়ে।।
দস্যু রা কিন্তু বহিরাগত
বিপদের দিনে পড়শীরাই তোমার কাজে কর্মরত।
এবার একটু হও স্বার্থপর
নিজের ভালো নিজেই বুঝে
সাম্প্রদায়িক মানসিকতা কে করো ছারখার।
পড়শী কিন্তু অল্পতেই খুশি
তার হাতে হাত দাও,
উংসবে যাও একসাথে গাও
বৈচিত্র্যের মাঝে ঐক্যের গান
ভারতমাতা ও জানুক আজও আছে তার সন্তানদের মধ্যে ঐক্যের টান।
আবারো একসাথে বলে উঠি
"মোরা একই বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান। "
