STORYMIRROR

Arnab Ghosh

Tragedy Others

3  

Arnab Ghosh

Tragedy Others

আধুনিক আত্মীয়তা

আধুনিক আত্মীয়তা

1 min
203

সম্পর্ক টা আত্মীয়তা, 

আত্মার সহিত আত্মার একসাথে থাকার স্থায়ীত্বতা, 

সম্পর্ক টা আমার কাছে আবেগের, খাঁচায় বন্দী অনুভূতির অস্তিত্বতা, 

সম্পর্কের শেষ--স্বপ্নে আসা ভাবনা হয়তো আমার সীমাবদ্ধতা।। 

সম্পর্ক টা সুখ দুঃখের, 

বিপদের দিনে হাতে হাত রেখে লড়াই-এর, 

একের আনন্দে দুই-এর হৃদয়ে অকাল হোলির আগমনের, 

হেরে যাওয়ার দিনে ভাঙা প্রশ্বাস কে কিছুটা নিঃশ্বাস উপহারের, 

দান-প্রতিদান নয়, সম্পর্ক-সমুদ্রে পুরোটা উজাড়ের।।  

আগে আমি সম্পর্ক ভাবনায় সম্পর্ক ভেবে তোমাকে জড়িয়ে থাকতাম, 

তাই সেই দিন যখন ঝড় উঠেছিল, তোমার ঘর টাকে চুলের ফিতা দিয়ে বেঁধে দেখেছিলাম, 

ঝড়ের দাপটে খোলা চুল গুলোয় জট পড়াকে এড়িয়ে গেলাম, 

ঘরটাকে তো ঝড়ের হাত থেকে বাঁচিয়ে দিতে পারলাম। 


ঝড়ের হাত থেকে সম্পর্কের ঘর বাঁচিয়ে

প্রীতি র সাথে ফিরতে থাকা আমি 

গুনগুন করে গাইতে থাকি--

    "ধরো যদি হঠাৎ সন্ধ্যা

    তোমার দেখা আমার সঙ্গে"

হটাৎ থমকে যাই-- সামনে দেখি দুমড়ে যাওয়া নিজের ঘর,, 

থমকে গেলে ও ভয় পাইনি,,, 

আছে তো সম্পর্ক --একসাথে বেঁধে নেবো,, 

ছুটে গেলাম তার কাছে 

ভেতর থেকে দরজা বন্ধ,,

 বাইরে আসছে হাসির শব্দ,, 

দরজা নাড়তে থাকা আমি 

আর্তনাদ করতে থাকা গৃহহীন আমি,, 

হাসির শব্দ টা চাপা হয়ে গেলো, 

মূহুর্তেই ভেতর থেকে ভেসে এলোএলো

মিথ্যা অজুহাত সঙ্গে সম্পর্কের উপহাস,, 

কান টা শুনে ও শুনলো না,,, 

অথচ চোখ টা না দেখেও না ভিজে পারলো না।। 

এখন আকাশ পরিষ্কার, 

তা সত্ত্বেও মনে হচ্ছে মেঘ উঠেছে। 

এখন পাতা গুলো স্থির, 

তা সত্ত্বেও মনে হচ্ছে ঝড় উঠেছে। 

এখন ও সম্পর্কের ধারণা টা আগের মতন, 

কিন্তু সবাই কি আর সম্পর্কের যোগ্য হয়ে উঠেছে?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy