STORYMIRROR

Manik Goswami

Abstract Drama Others

3  

Manik Goswami

Abstract Drama Others

অবক্ষয়

অবক্ষয়

1 min
122


ইচ্ছে ছিল দেশের মাটির কাব্য রচনা করি,

অলীক জগৎ ছেড়ে একবার বাস্তব রূপ ধরি।

কি ঘটেছিলো পুরাতন দিনে সে সব ভাবনা ছেড়ে

চোখ চেয়ে রই কেমনে চলিছে মায়াহীন সংসারে।

পুরোনো ঘিয়ের গন্ধে মাতিলে সময়ের অপচয়,

সৃষ্টিধর্মী চিন্তাধারার অবশ্য পরাজয়।

দিব্য চাহনি সম্মুখে দেখে বর্তমানের ক্ষয়।

ঈর্ষা দ্বেষে পূর্ণ প্রাণে বিচার বোধের লয়।

ছন্নছাড়া এই সমাজের অস্তিত্বে সংশয়,

উদ্দেশহীন জীবন পথে সব হারানোর ভয়।

অবক্ষয়ে এই সমাজের রীতিনীতির মান,

ধুলায় কেমন লুটায় দেখো বিনয়ীর সম্মান।

রসাতলে গেছে বোধশক্তি রাজনীতিরই প্যাঁচে,

ছলচাতুরির পথেই দেখো নিজ সম্মান বাঁচে।

তোমার দুটো পয়সার বলে বাকিরে রেখেছো পিছে,

চতুরতাময় কলাকৌশলে সাধুতা হইলো মিছে।

সাধারণের ঠাঁই হয়েছে বিত্তশালীর পায়ে,

যখন খুশি কাটবে মাথা,সদাই থাকো ভয়ে।

হারিয়ে গেছে প্রীতি-সৌহার্দ্য,হারিয়ে মনের টান,

পুরাতনের মানের কাছে হেরেছে বর্তমান।

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract