STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

4  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

অবকাশ -৫৩

অবকাশ -৫৩

1 min
364

গল্পের সাগর

একটা জীবন কথা রাখার মতো নয়।

মায়া লাগিয়ে মানুষ বদলে যায়

চলে যায় বহু দূরে।

কঠিন জীবন ছন্নছাড়া ছন্দময়

ঘাসেদের আত্মসংভ্রম দরদী ঈষৎ

গাছেদের পাতা শুকিয়ে যায় বিহ্বলতায়

কেননা মনের গভীরে চাঁদের যুদ্ধ সমুদ্র জয়।

নদী বয়ে যায় আঁকাবাঁকা বংশপরম্পরায়

সত্যের পথ দীর্ঘ

দীর্ঘ এই পৃথিবীর বয়স বৈচিত্র্যময় অনুভব।

আকাশের তারাগুলি বলছে ঝলছে যাওয়া হৃদয়ের গান

মানুষ চলতে পারে না দীর্ঘ পথে।

চলতি হাওয়া বিরোধী নিপুণ হাতে আঁকা ছবি

জল পিপাসা হেমন্ত অভিমান বিসর্জনের আঁখি।

চলে যাওয়া হৃদপিন্ড ছুঁয়ে সুস্থতা সুবর্ণ

মনে হয় আগামী ঋতু জয়ের প্রহরী।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract