অভিমানিনী
অভিমানিনী


মুঠো করা বালি কি গো ধরে রাখা যায় ?
সুখস্মৃতি চোরাস্রোতে সময়ে হারায়৷
শুরুর দিনের খুশী আজ হলো ম্লান৷
হয়তো হয়নি বোঝা তার অভিমান!
চলে গেছে ফেলে রেখে কত শত স্মৃতি—
সেরা সময় সম্পর্কে টেনে দিয়ে ইতি৷
যাবে না, যাবে না ধরা প্রসারিলে সেই হাত—
পূর্ণিমা চলে গেছে, ফেলে রেখে কালো রাত!