STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

আয়নাজলে ডুব....🍀

আয়নাজলে ডুব....🍀

1 min
240


হলুদ বালি এবং সবুজ মাছ

সাদা আকাশ, আকাশে নীল গাছ ..

তোমার দেখা ? আয়নার ছবি !

কাদের আয়না ও ?


আয়না জুড়ে দেহখাতের নদী,

আয়না জুড়ে দু:খী দেহমন, 

শুধুই বালি, নদীখাতের বালি

শুধুই কালি, চোখের-তলার কালি ..


তোমায় খুঁজে বিষাদ হলো মন

ছেলেবেলা এবং ছেলেখেলা,

এক জীবনের সমস্ত পাগলামী,

যখন হঠাৎ হয় শেষ।


ছেলেবেলা এবং ছেলেখেলা,

কখন যেন হারিয়ে গেছি আমি !

আয়নাজলে আয়নাজলে ডুবে ..

এর মধ্যে দিনও দুপুরগামী, 


স্রোতের সঙ্গে আপাদমাথা যুঝে ..

কোন দিকে কূল কিচ্ছুটি না বুঝে,

কখন যেন হারিয়ে গেছি আমি,

খুঁজতে এসে ডুবুরী শৈশব, প্রশ্ন করে,

খুঁজে পেলে ? আমায় খুঁজে পেলে ?


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)

        ----------------


Rate this content
Log in

Similar bengali poem from Abstract