আস্তিক না নাস্তিক
আস্তিক না নাস্তিক
রোদের বুক ছিঁড়ে তোমার ঠোঁটে মেখেছি রং-তুলি
পথের ক্লান্তি তে ছায়া নিয়েছি একটুকু বস্তি তে
যদি বলি নীল নদীর ঢেউ ছিলো প্রিয়
তবে তোমার হাতের ছোঁয়ায় লবণ-জিভে ছিলো স্বাদ টুকু !
তোমার শরীর দেখেছি, সুর সাজিয়ে শব্দের ঘরে ঘুমিয়েছি
তোমার সাথে গোপনে কী বিশাল বিশ্বাসঘাতকতা করেছি -
আসলে মিথ্যে বলিনি তো , তোমাকে এমনই ভাবে রোদে পোড়াতে চাই,
যেখানে বৃষ্টির জলে বন্যা না হলেও মন-যৌনতা পাওয়া যায়...
প্লিজ পুড়ে যাও...
দূর রাস্তায় এই বুঝি একঝাঁক উৎপাত আসবে
বুঝি তুমি ভুল বুঝবে , রাজঁহাস কাক হয়ে যাবে
আমাকে খুঁজে খুঁজে শরীর রোগা করবে !
প্লিজ, আমাকে খুন করে দাও...
মিথ্যে বলিনি তো , আজও তোমার শরীরে আমার আদর তোমায় আদর করে !
মিথ্যে বলিনি তো , আগুন নিভে গেলে পোড়া মুখের থার্মোমিটার আমার পারদ বাড়ায় !
মিথ্যে তো নয় , এখনও চুমু তে লিপস্টিক গলে যায়...
বলোতো আমি আস্তিক না নাস্তিক ?