STORYMIRROR

Kausik Chakraborty

Abstract

2  

Kausik Chakraborty

Abstract

আসক্তি

আসক্তি

1 min
1.0K


ঘটনা ঘটেছে যত, তার চেয়ে ভালো আছে নদী

এজলাস ভরে গেলে আমিও স্রোতের সাক্ষ্য দিই..

যারা ফিরে গেছে তাও, তাদের আঁচড় নিস্ক্রিয় 

আবার আমার পাতে সামর্থ্য মতো ঘুষ দিও!

বাঁচালে বাঁচাতে পারে লাশ-ঘরে জনতার জোটই

ছিন্ন বুকেও যদি রাখা যায় খোলা আঁশবটি...

বেশি খিদে পায় এই আদালত ভেঙে গেলে রাতে

আর বশ্যতা নেই ইটের শহরে জন্মাতে।


মোমবাতি মিছিলের কোনো বিশ্রাম নেই জানি

আবার হাঁটবো বলে আহতের কাছে দীক্ষা নিই,

যদিও স্রোতের মত পালটে ফেলেছো মুখ গতি

মাঝিও জানেনা নৌকাডুবির কত ক্ষয়ক্ষতি!

উড়ন্ত ছাই দিয়ে নদীও শিকার ধরে জেনো,

সেখানে পোশাক ছেড়ে পরাজিত সেনারা ফেরেনও

নদীতে দ্রোহের দাগ যতটা গভীর হয় ছুঁলে

দেহের ক্ষমতা কই, নত হবে লক্ষ ত্রিশূলে?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract