আশঙ্কা
আশঙ্কা
আশঙ্কা
মানিক চন্দ্র গোস্বামী
আকাশের বুকে মেঘ জমেছে,
ঝম ঝমা ঝম বৃষ্টি
নামবে বুঝি এই এখনই,
ঘটবে অনাসৃষ্টি।
বাতাসেতে ঘোর লেগেছে,
নড়ে না গাছের পাতা;
এক্ষুনি রবে স্নানের সাজে,
কে ধরবে ছাতা।
অন্তর্ভেদী শনির দৃষ্টি
ধ্বংস বা সংহার,
পাহাড়ি নদীর আর্তনাদে
কপাল পুড়বে কার ?
শক্ত-পোক্ত ঘর বানিয়েও
বাবুইয়ের চোখে জল,
ঝোড়ো হাওয়ায় শঙ্কা জেগেছে
হারাবে জীবন ফল।
তোমার গাছের ডাল ভেঙেছে
ঝরে গেছে সাদা ফুল,
অপরাধের ভস্মে ওড়ে
সমাজের কালো ধূল।
শুকিয়ে গেছে শোকের কালি
চোখের পাতার ঢালে,
বনের মাথায় রাঙা পলাশ
আগুন মশাল জ্বালে।
কানায় কানায় পূর্ণ হয়েছে
পাপ, অনাচার ঘড়া;
সাঁঝের আঁচলে শীত জেগেছে
বাতাস বিষাদে ভরা।
ভগ্ন হৃদয়ের বিষন্নতায় ,
বেদনা ভুবন জুড়ে;
শান্তি খুঁজে বেড়াই শুধু
চার দেওয়ালের ঘরে।
