STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

আরো কিছু কাল যদি থাকো তুমি মোর পাশে

আরো কিছু কাল যদি থাকো তুমি মোর পাশে

1 min
234

আরো কিছু কাল

যদি থাকো তুমি মোর পাশে 

না বলা মনের কথাগুলো সব

পড়বে ঝরে শিউলি হয়ে

তোমার মনের অঙ্গনে


আঁধার রাতে তারুণ্যে মেতে

আশাগুলো সব উঠবে নেচে

আকাশের বুকে ভেসে বেড়ানো 

স্মৃতির অব্যক্ত বেদনা যত

উচ্ছসিত হয়ে মুকুলিত হবে 

তোমারি আগমনে


আটকে থাকা প্রাণের মাঝে

আবেগের অশ্রুধারা পড়বে ঝরে

তোমার হাসির ছোঁয়াতে 

বাঁধিয়া রাখিতে চাই যে তোমার

না বলা মনের কথাগুলো 

আঁখির স্বপ্ন ছড়ানো কাজললতায়

বৈতরণী উদ্ধারের নাওয়ে


সওয়ারী হয়ে যাবো ভেসে

সীমাহীন গগনে অজানালোকে

দুঃখ-শোকের ইতি টেনে

যেথায় জোৎস্না তাকায় উঁকি দিয়ে

তারারা মিটিমিটি চেয়ে

প্রাণের গভীরে অব্যক্ত বেদনা 

মিশে যায় তোমার প্রাণের সাথে



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy