আর নয় বিভেদ
আর নয় বিভেদ
উচ্চনীচের ভিন্নতায় মনের মানুষ পর,
জাতের নামে বজ্জাতিতে সমাজ ধুরন্ধর।
মানসিকতার বদল দেখার আশা।
হাসি হাসি মুখ বেদনা মলিন,
বোঝেনা কেন যে হয়নি কুলীন।
ব্যর্থ কেন হৃদয়ের ভালোবাসা।
অধুনা মানুষ ঘৃণা করে জাতপাত,
তবু মনের আকাশে এখনো আঁধার রাত।
পুরাতনী ছোঁয়ায় নবীনেরা অসহায়।
চর্চায় আসে সমাজের উদারতার কথা,
নব্যযুগের যুক্তিতর্কে স্থান নেই কুপ্রথা।
পরিবর্তন এসে গেছে দুনিয়ায়।
বীতশ্রদ্ধ নতুন প্রজন্ম অধুনা সংগোপনে,
এগোতে চায়না পুরাতনী প্রথা মেনে।
বিরোধিতায় মেতে উঠেছে তারা।
অনাবিল প্রেম মানেনা জাতের দোহাই,
মানুষের সাথে ভেদাভেদ আর নয়।
সম অধিকারে মনেতে মুক্তধারা।
