STORYMIRROR

MD ROBIUL ALAM

Classics

3  

MD ROBIUL ALAM

Classics

আর একবার ভালো বাসলেও পারতে

আর একবার ভালো বাসলেও পারতে

1 min
211

আমার গভীরে এসেছিলে তুমি ঠিকই 

এতো স্পর্শ সুখ নেওয়ার আগে 

একটি বার চুমু খেলেও পারতে


আমার গভীরে এসেছিলে তুমি ঠিকই 

আমাকে এত গভীর করার আগে 

তুমিও গভীর হতে পারতে


আমার গভীরে এখন অন্ধকার ঠিকই 

শেষ বারের মতো ঘৃনা করার আগে 

আর একবার ভালো বাসলেও পারতে


Rate this content
Log in

Similar bengali poem from Classics