আর একবার ভালো বাসলেও পারতে
আর একবার ভালো বাসলেও পারতে


আমার গভীরে এসেছিলে তুমি ঠিকই
এতো স্পর্শ সুখ নেওয়ার আগে
একটি বার চুমু খেলেও পারতে
আমার গভীরে এসেছিলে তুমি ঠিকই
আমাকে এত গভীর করার আগে
তুমিও গভীর হতে পারতে
আমার গভীরে এখন অন্ধকার ঠিকই
শেষ বারের মতো ঘৃনা করার আগে
আর একবার ভালো বাসলেও পারতে