The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

biswadip karmakar

Drama Romance

3  

biswadip karmakar

Drama Romance

আপনি কে ?

আপনি কে ?

1 min
3.3K


প্রিয় পাগলীতোর মনে আছে,

২৫শে বৈশাখ কলেজের ছাদে,

তোকে টেনে নিয়ে গিয়ে বলেছিলাম ভালোবাসি।

আর তুই কি করলি, ,,!!

জোড়ে একটা থাপ্পড় মেরে,

পরে বললি ভালোবাসি, আজব তো,,,,!!

থাপ্পড় মেরে প্রেমে পড়ে গেছে এমন ঘটনা শোনা যায় না।


পাগলী তোর মনে আছে,

তুই ফেসবুক করতে ভয় পেতিস,

তাই হিসেব করে কথা বলতাম,

SMS এর সৌজন্যে,,,

১১ টাকায় গোনাকাটা কথা

দাগ কেটে দেয় তোর মনে।


একে একে তোর অতীত জীবন,

ইতিহাস পড়া হল শুরু।

আমিও তাই শুরু করলাম,

প্রণাম করে জয়গুর।


ঢের হল শুরু,প্রেম না ছাই !

রাতদিন ভোর, সারাদুপুর,

রোজই হত কথার লড়াই।


পরের দিনটা কথা বন্ধ,

সিরিয়াল তোর জলনুপুর

আমিও পরে মিসড কল দেই,

SMS আসে''ওই কুকুর,,!!"


এখন তুই ফেসবুকে আছিস,

ফোন নাম্বার হোয়্যাটস্যপেও

সম্পর্কের, তার ছিড়ে গেল,

গান বাধলো অন্য কেউ।


ভুলে যাওয়া কি এতই সহজ,

স্মৃতি ফ্রিজে জমা মন থেকে।


হঠাৎ রাস্তায় দেখাটুকু হলে,

ভুলে বলিসনা "আপনি কে ?"


Rate this content
Log in