আপনার চেয়ে আপন কে গো
আপনার চেয়ে আপন কে গো
আপনার চেয়ে আপন কে গো
ওগো মোর স্মৃতিলেখা
বিরহের সুরে কেন গান গাও
আমি হই দিশাহারা
আমি যে নবীন পল্লবিত
চেয়ে থাকি শুধু তোমারি পানে
প্রাণের কথাটি পারোনা বুঝিতে
হে মোর প্রিয়তম সখা
বর্ষা এসেছে সিক্ত করেছে
চিত্ত গোলাপটিকে
তাইতো আমি উন্মনা হয়ে
ছুটে যাই শুধু তোমারি পানে
তোমারি পদধ্বনি শুনে
আলোকিত সব তারারা আকাশে
আমার এ চিত্ত হোক আলোকিত
তব নিরব প্রেমের জোৎস্নাতে
সকলি দুঃখ দূরে সরে যায়
সকল বিপদ করে হায় হায়
সব নিরাশার হয় অবসান
দাঁড়ালে পাশে হে প্রিয়
জীবন আমার ভীত শৃঙ্খল
দৈনতা দিয়ে ঘেরা
পাগল এ মন চায় যে তোমাকে
হৃদয়ে রাখিতে সদা
