=আঁখির পারে=
=আঁখির পারে=
দিন আসে, যায় মাস।
বয়স যাচ্ছে বেড়ে।
জমানো তোমার স্মৃতি ছিল যত
আছি আঁকড়ে ধরে।।
আঁখির পারে থাক।
তোমায় মনটা খুঁজে ফেরে।
আমায় ছেড়ে দূরে তবু
তুমি রও যে কেমন করে?
ঠিক আছে। এসো না কাছে।
চলে যাব আমি দূর পারে।
বুঝবে সেদিন আমার ব্যথা।
পড়বে অশ্রু ঝরে।।
—————
