STORYMIRROR

Chandan Porey

Abstract Tragedy

3  

Chandan Porey

Abstract Tragedy

= আসিছিলে তুমি =

= আসিছিলে তুমি =

1 min
172


অতিথি আসিল গৃহে,

বসিল দুয়ার প্রান্তে।

মন মধ্যে প্রবেশিল।

কে জানে কোন অজান্তে।


করিল হাঁকাহাঁকি,

গাহিল গান।

নড়েচড়ে বসিনু মন,

সাড়া দিল প্রাণ।


উঠিল দ্বন্দ্ব ঝড়

তখন আপনি আপনা।

ভেবে হইনু সার।

প্রেমের একি যাতনা।


যবে দ্বন্দ্ব হইল শেষ,

মন বলিল, "যা! যা!"

কেন মিছে ক্লেশ দাও তারে?

বেচারী পাইছে বড় ব্যাথা।


সন্ধ্যা আসিছে ঘনায়ে বন্ধু।

তারে তুলি লও হৃদি মাঝে।

যে ভালোবাসারে তুমি পাইছ সখা,

পাবিনে বারে বারে।


কিন্তু একি! কোথা সে অতিথি,

আসিছিল যে এই স্থলে?

চলি গেলা কি তবে আমারে ছেড়ে,

আমারে না বলে?


পশিছিলে তার হৃদয় মাঝে,

আঁখি ছিল না যার;

আসন সেথা না দিনু তোমারে,

করিনু তব বার।


রহিয়াছি তাই আঁধার গৃহে

দিবারাত্র ভাসি অশ্রুজলে;

আসিছিলে তুমি প্রদীপ হয়ে,

পারি নাই চিনিতে তোমারে। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract