= হীরক রাজা =
= হীরক রাজা =
গল্প শোনো হীরক রাজার
খামখেয়ালী এক পাগল;
দরবারে তার পোষা আছে যত
বড় বড় সব ছাগল।
কাকতাড়ুয়া এঁকে বেড়ায়
লক্ষকোটি দাম;
আবোলতাবোল কবিতা -গান
পেয়েছে নাকি অনেক সুনাম।
ধরেছেন তিনি কঠোর হস্তে
দেশের শাসনভার;
পশুর দরে মানুষ নিয়ে তিনি
করেন কারবার।
শিক্ষা এখানে রিক্সা চালায়,
পুলিশ মারে লাঠি;
অযোগ্যরা রাজ্যসভায়,
যোগ্যদের হাতে ভিক্ষা বাটি।
চাকরি-বাকরি চুলোয় গেছে,
সবই টাকার খেলা;
বলছে রাজা ঘুগনি বেচ,
দেখবি যখন মেলা।
কাশফুল আর কচুরিপানা,
গাছের পাতা তো আছেই;
চপ-ফুলুরি, চা শিল্প
রয়েছে হাতের কাছেই।
রাজার শিষ্য করে লুট,
কোটি টাকার গাড়ি-বাড়ি;
প্রজার জীবন ভিক্ষা-ভাতায়,
ভাঙা মাটির বাড়ি।
ব্যালট বাক্সে ছাপ্পাবাজি,
বুলেট ছোটে বুকে;
সিংহাসনটা আর কারো নই
কুলুপ আঁটো মুখে।
খুনখারাবি, শ্লীলতাহানি
তেমন কিছুই নয়;
মানুষ জনমে একটু-আধটু
মেনে নিতে হয়।
উচ্চ বাচ্য শাস্তিমূলক
বাক-স্বাধীনতা ভিত্তিহীন;
মানুষ এখানে পশুর তুল্য
জীবন মূল্যহীন।
আর যাইহোক রসিক বটে
হীরক দেশের রাজা;
আচরন তাঁর পেলেও হাসি,
হাসলে পরে পাবে সাজা।
—————
