STORYMIRROR

Chandan Porey

Abstract Romance Others

3  

Chandan Porey

Abstract Romance Others

সোনার মেয়ে

সোনার মেয়ে

1 min
218

কোনো এক গাঁয়ের পথে

চলতে গিয়ে একা;

অপূর্ব সে এক চিত্রসম

নদীর পারে তারে দেখা।


মেঘ বরণা চুলের রাশি

আলতা রাঙা গা'য়;

নূপুর পায়ে নদীর ঘাটে

সোনার মেয়ে যায়।


কলসি কাঁখে কোমর দোলে

হরিন তালে চলা;

তাকিয়ে রই তারি পানে

ভাবি সারা বেলা।

—————



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract