STORYMIRROR

Chandan Porey

Abstract Tragedy

3  

Chandan Porey

Abstract Tragedy

=চির প্রশান্তি =

=চির প্রশান্তি =

1 min
188


আমি প্রতি ক্ষণে ছুটে চলেছি তোমারে পেতে। 

তুমি ধরা না দিয়ে হাত ছানি দিয়ে ডাক বারে বারে।

তবু পায় না তোমারে।

হয়তো একদিন পাব। 

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকব যেদিন।

আমাকে তুমি চিরতরে আলিঙ্গন করবে সেই দিন।

যদিও মৃত্যুর পরে আর তোমাকে কখনো চাইব না ফিরে পেতে।

তবুও তুমি আর ছেড়ে যেতে চাইবে না আমাকে।

চিরনিদ্রার দেশে পারি দিয়েছি তখন।

বেঁচে থেকে যা চেয়েছিলাম প্রতিনিয়ত আকুল মনে,

তুমি 'চির প্রশান্তি' হয়ে বিরাজিত হয়ে থাকবে চারিপাশে।

তুমি অধরা; অথচ কী সহজেই নিজে থেকে ধরা দিয়ে যাও নিথর দেহে, বিলুপ্ত মনে।

তুমি শান্তি! চির প্রশান্তি! 

মনে হয় কত কাল, কত যুগ, পার হলে তবেই তুমি আস মনুষ্য জীবনে। 

কেউ না চাইতেই পায়; আর কেউ কেঁদে মরে তোমার অপেক্ষাতে।

আমিও আছি তোমারই অপেক্ষায় হে চির প্রশান্তি!

মৃত্যুর সময় পর্যন্তই আছি। 

যদি আসতে পার আগেই এসো।

নইলে দেখা কর এই ধরনী 

হতে যাওয়ার কালে।।

——————


Rate this content
Log in

Similar bengali poem from Abstract