STORYMIRROR

Bipattaran Misra

Classics

3  

Bipattaran Misra

Classics

আনজন

আনজন

1 min
625

এখানে হিমালয়ের কোলে 

ছবি ছবি গ্রাম রামধুরা! 

সামনে চঞ্চলা বালিকার মতো 

আঁকা বাঁকা তিস্তা -- 

আর তার ঘন সবুজ দুই পাড়!

আমি আর আনজন ভুটিয়া পাশাপাশি বসে। 

আনজন কাঞ্চনকন্যা হোমস্টে -র মালিক -- 

পাথর কুঁদে বানানো ভাস্কর্য তার শরীর, 

মুখটা বুনো ফুলের মতো, 

মনটা শিশুর মতো সরল আর অল্পতে খুশি! 

একদম অচেনা, তবু খুব চেনা যেন। 

বহিনজী আমাদের কফি এনে দিলো। 

আনজন এত হাসি খুশি আর আলাপী--

আমি ভুলেই গেছি 

আত্মীয় বন্ধুহীন এই দূর স্বপ্নপুরিতে 

একা এসেছি আমি! 

আনজন ঘুরে ঘুরে দেখালো

ওর নিজের হাতে তৈরি ফুল আর অর্কিড বাগান --

যেন নন্দন কাননে পরীরা এখনই গল্প শোনাবে 

ডানা মেলে উড়ে এসে! 

মিষ্টি দেবদূত বন্ধু আমায় দেখালো --

ভোরের আকাশ আর 

কটেজের পিছন থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা --

শুভ্র কেশ ঋষির মতো ধ্যান মগ্ন! 

আনজন দেখালো একটা ঝরনা --

ঝরনা নয়, যেন আনন্দের বন পাহাড়ী নাচ!

আমি চলে আসার সময়

ও আমায়, খুব প্রিয় জনের মতো

হাত নেড়েছিলো,বলেছিলো -- আবার আসবে!

আনজন-এর সঙ্গে তিনটি দিন 

আমার সারাজীবন- এর মিষ্টি স্মৃতি! 


Rate this content
Log in

Similar bengali poem from Classics