STORYMIRROR

Sipra Debnath

Tragedy Inspirational

3  

Sipra Debnath

Tragedy Inspirational

আমরা শ্রমিক

আমরা শ্রমিক

1 min
269


আমরা শ্রমিক স্বাধীন,

কোন ভাবে নই পরাধীন,

ঘাম ঝরাই রক্ত জল করি,

সৎ কর্মের উপার্জনে পেট ভরি,

আমরা মৃত্তিকা উর্বর করি,

সোনার ফসলে মাঠ ভরি।

বাঁধা ঠেলে করি দূর নই মজবুর,

আমাদের বলো তাই তোমরা মজদুর!

তোমরা কি জানো আমাদের কষ্ট?

খাটাও দিনরাত পুরাতে অভিষ্ট,

ইট কাঠ ইমারত সাধের দালান,

সিনা ঠুকে বলব সেও আমাদের দান।

যদি না থাকতাম আমরা মজদুর,

তোমরাও এগোতে দেখতাম কত দূর,

জীবন দিয়েও দেশের মান করিনা খর্ব,

তাই নিয়ে কখনো করেছো কি গর্ব?

আমরা জীবনের সেতু দেই গড়ি!

অনায়াসে যেথা সেথা দিতে পারো পাড়ি;

ধূ ধূ দুপুরের তপ্ত রোদে ঝলসাই আমরা,

উত্তপ্ত পিচ ঢেলে যোগ ব্যবস্থা করা,

সব টাতে নই কি শুধুই আমরা?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy