STORYMIRROR

Sangram Bagchi

Action Inspirational Others

4.7  

Sangram Bagchi

Action Inspirational Others

আমি সীমাহীন

আমি সীমাহীন

1 min
680


আমি বিদ্রোহী রূপে বুদ্ধ

আমি রক্ত ললাটে লড়েছি হাজার যুদ্ধ!

আমি সংগ্রামী আমি শান্ত

আমি সহোদর শোকে ক্ষণিকের দিকভ্রান্ত!

আমি বিপ্লবী আমি বন্য

আমি শাসকেরে করি শোষক বলিয়া গণ্য।

আমি ধনরাজ আমি নিঃস্ব

আমি জিহ্বার দ্বারে লুকায় রাখিছি বিশ্ব,

আমি উন্মাদ আমি শিষ্য

আমি বন্ধ চোখে দেখেছি হাজার দৃশ্য,

আমি রামায়ণ আমি ভীষ্ম

আমি তুষারের মাঝে অনাহারে থাকা গ্রীষ্ম!


আমি বিস্মিত আমি বিহ্বল

আমি অন্ধকারের বুক চিরে ওঠা কোলাহল!

আমি ক্ষুদ্র আমি নগ্ন

আমি চীনের প্রাচীর একলাফে করি ভগ্ন!

আমি স্বপ্ন আমি রাত্রি

আমি অনন্ত কাল সময়ের পথ যাত্রী।

আমি প্রলয় আমি ধ্বংস

আমি উদ্ধত তীর-ধনুকের মতো হিংস্র

,

আমি বৃহৎ আমি কংস

আমি দন্ডক বনে প্রাচীন রেখার অংশ,

আমি সরোবরে রাজহংস

আমি প্রজ্ঞাহীনেরে করিয়াছি নিঃবংশ!


আমি শীত আমি বস্ত্র

আমি সঙ্গাহীনের দাঙ্গা করার অস্ত্র!

আমি কারাগার আমি মুক্তি

আমি তৃষাতূরে দিই গরল পানের যুক্তি!

আমি শৈশব আমি যৌবন

আমি ভ্রমরের খোঁজে জ্বালায়ে দিয়েছি মৌবন!

আমি হিমাচল আমি সিন্ধু

আমি তপ্ত প্রভাতে বাষ্প শিশির বিন্দু!

আমি হীন আমি তুচ্ছ

আমি কাঞ্চন বনে নীল পলাশের গুচ্ছ।

আমি বীর আমি রক্ত

আমি রণ সমরে লৌহের মত শক্ত!

আমি মরু আমি বহুদিন উত্ত্যক্ত

আমি শাসকের লোভে হয়েছি দ্বিধা-বিভক্ত!

তবু মুক্ত আমি মুক্ত

আমি একলা হেথায় অন্তীমে হই যুক্ত!!



Rate this content
Log in

Similar bengali poem from Action