Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

SUSHANTA KUMAR GHOSH

Tragedy Inspirational Others

3  

SUSHANTA KUMAR GHOSH

Tragedy Inspirational Others

আমি সেই শিশু

আমি সেই শিশু

3 mins
118


আমি সেই শিশু

সুশান্ত কুমার ঘোষ


বুলেট বিদ্ধ শরীরগুলো যখন লুটিয়ে পড়ছিল মাটিতে

আমি তখন আঁতুড় ঘরে ।

স্পর্ধিত বুট-বুলেটের গর্জন আর স্বজন হারা পড়শিদের

বুক ফাটা কান্নায় আমার ভূমি স্পর্শের প্রথম ক্রন্দন

আমার জন্মদাত্রী মাও হয়তো শুনতে পান নি ।

কিম্বা জল্লাদদের বর্বর উল্লাস আর লক্ষ লক্ষ স্বজন হারার

হাহাকার ধ্বনির মাঝে আমি হয়তো কাঁদতেই ভুলে গিয়েছিলাম ।

আমি সেই শিশু- যার প্রথম প্রশ্বাসেই

ফুসফুসে প্রবেশ করছিল বারুদ মাখা বাতাস !

আমি সেই শিশু – যার প্রথম নেত্রপাতেই

ভেসে উঠেছিল দল পাকানো লাশ ,

রক্তে ভেজা মাটি আর চামুণ্ডাদের তাণ্ডব !

আমি সেই শিশু – যার কানে প্রথম প্রবিষ্ট

শব্দটাই ছিল বুট- বুলেটের গর্জন !

আমি সেই শিশু – যার জন্মক্ষণে শাঁখ বাজেনি,

মসজিদ থেকে ভেসে আসেনি আজানের ধ্বনি ,

আমাকে অভিবাদন জানিয়েছিল জল্লাদদের পৈশাচিক উল্লাস,

আর লক্ষ লক্ষ স্বজন হারার বুক ফাটা হাহাকার !

আমি সেই শিশু – যার শরীর থেকে গর্ভ ভাঙা

রক্তের ছোপ ধোয়া হয়েছিল চোখের জলে !

আমি সেই শিশু – যে মায়ের বুকের প্রথম ওমটুকু

পাওয়ার আগেই শরীর সেঁকে গিয়েছিল গোলা বারুদের আঁচে !

আমি সেই শিশু – যে স্তন নয়

পৃথিবীতে যার প্রথম পানীয় ছিল মায়ের চোখের জল !

আমি সেই শিশু- যার আঁতুড় ঘরের চতুর্দিকে

ছড়িয়েছিল প্রিয়জনের লাশ !

সেই আত্ম জনের লাশ ছড়ানো বধ্যভূমির

মধ্যখানে একচিলতে আঁতুড় ঘরে একটা

সান্ত্বনার ফুলকির মত উঠে এসেছিলাম মায়ের বুকে!

পান করেছিলাম মায়ের চোখের জল !

আমি সেই শিশু- প্রিয় জনের আদর নয় ,

জন্ম মুহূর্তেই যার শরীরে লেগেছে

বারুদের ঝাঁঝ , রক্তের ছিটে – স্বজন হারার ছোপ !

আঁতুড় ঘরের বাইরে যখন এলাম

ততদিনে ঘরে বাইরে অনেক কোলই হারিয়ে গিয়েছে !

যাদের কোলে চেপে আদরের ওম মাখতে মাখতে

নতুন ভুবনের শব্দ- স্পর্শ- গন্ধ-বর্ণের

সমারোহ দেখতে দেখতে আমার খিলখিল করে হাসার কথা ,

সেই সব কোল হারিয়ে গেছে ।

তাদের হৃদয় উপচানো আদর , ভুবন ভাসানো

স্নেহের উত্তাপ আমার আর পাওয়াই হল না ।

তারপর একদিন ঘরের উঠোন পেড়িয়ে পা বাড়ালাম পথে,

যে ক’টি ভালবাসার হাত তখনো ছিল সেই হাত ধরেই

আধো আধো বোলে “ আমার সোনার বাংলা আমি তোমাকেই ভালবাসি”

গাইতে গাইতে পৌঁছে গেলাম পাঠশালার দরজায় ।

তখন থেকেই উন্মোচিত হতে থাকল জতুগৃহের একটার পর একটা অলিন্দ !

একটা নয় দুটো নয় – ওই দহন যজ্ঞে ভস্ম হয়েছে তিরিশ লক্ষ কোল !

অনুভব করলাম জন্মক্ষণেই বিসর্জন দিয়ে এসেছি তিরিশ লক্ষ

হৃদয়ের ভালবাসা – শুভকামনা আর সাগর উপচানো আশীর্বাদ !

কেবল বদ্ধ-ভূমিতেই শেষ নয় ,

হারিয়েছি আরও কয়েক লক্ষ কোল,

যারা স্বজন হারার শোকে পাথর হয়ে গিয়েছিল –

মিশে গিয়েছিল বিছানায় -

সেই সব কোল আর কোনোদিন পাতা হয়নি কারোর জন্য !

আমি সেই শিশু- সেদিন সেই বদ্ধ-ভূমির বারুদ মাখা বাতাসে

ভরে আছে যার ফুসফুস ! শরীরে লেপটে আছে চাপ চাপ রক্ত !

আকাশে বাতাসে স্বজন হারানোর হাহাকার !

প্রাপ্তি শুধু একটাই -

তিরিশ লক্ষ প্রাণের মূল্যে অর্জিত উপহার:

“স্বাধীনতা”!

আমিই সেই শিশু – যাকে তিরিশ লক্ষ নিহত প্রাণের

নিবিড় বন্ধন সুরক্ষা বলয় হয়ে ঘিরে রেখেছে ,

মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত প্রাণের অবাধ ভূমিতে

স্বাধীন ভাবে বাঁচতে পারবে বলে !

আজ আমি মাথা তুলে দাঁড়িয়ে আছি তাঁদের সেই আত্মত্যাগের

সাধন বেদীর লাল সবুজের আনন্দনিকেতনে !

তবুও বেদনা জাগে !

চেতনা বিদ্রূপ করে বারবার !

বদ্ধ-ভূমির রক্ত ভেজা মাটিতে রোপণ করা

তিরিশ লক্ষ শহীদের প্রত্যাশার বীজ আজ বৃক্ষ হয়ে উঠেছে তো !

দুমুঠো ভাত – একটা আস্তানা ,

একটু শান্তির জীবন যাপন !

যার জন্য তিরিশ লক্ষের আত্ম দান!

ওটা অপূর্ণ থেকে গেলে ওদের আত্মা যে শান্তি পাবে না !

তাই আজ জনে জনে নিতে হবে ভার

সব মুখে অন্ন চাই বস্ত্র জনে জনে ,

শিক্ষা আর স্বাস্থ্যের নিবিড় বাঁধনে

ছায়াঘন শ্যমলীন শান্ত পরিবেশে

জীবন থাকবে সুখে এই বাংলায় !


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy