আমি মালি ফুলবাগে
আমি মালি ফুলবাগে
একটি বিদ্যালয় যেন এক ফুলবাগ --
এমন এক ফুলবাগে মালি আমি।
আমরা মালি আর মালিনীরা মিলে
ওখানে নানাবিধ শিশু-গাছের পরিচর্যা করি,
নিয়মিত জল দিই,
পরিমিত সার দিই,
পোকা লাগলে ভেষজ কীটনাশক -- তাও দিই।
গাছেরা মুকুলিত হলে
আমাদের আনন্দ আর ধরে না!
অনেক যত্নে আমি ফুল ফোটাই --
আমার কিশোর ছাত্র দলের মনের কিশলয়ে!
কতো কুঁড়ি পাপড়ি মেলে --
তাদের হৃদয়ের কোমল লাবণ্যে
মুগ্ধ হয় গুণগ্রাহী নীলগ্রহ!
ওদের সুগন্ধ বাতাসের নৌকাতে ভেসে ভেসে
পুলকিত করে, ঋদ্ধ করে --
দেশি ভিনদেশি অগণিত প্রাণকে!
তখন মনে হয়
ক্ষুদ্র এ মালির ক্ষেত
অনুর্বর হয় নাই!