STORYMIRROR

subrata bhattacharjee

Inspirational

2  

subrata bhattacharjee

Inspirational

আমি জানতাম

আমি জানতাম

2 mins
297


আমি জানতাম

রাস্তা পার হওয়ার সময় 

কিছু না কিছু হবে, 

কিছু একটা বা আরও বেশি কিছু

নিশ্চয়ই হবে 

ঠিক তাই হল

মা ডাক শোনা আর হল না 

এবারও মৃত শিশুর জন্ম দিল সুনয়না ।

স্কুল যেতে যেতে 

ছাতিম গাছের ছায়ায়,দাড়িয়ে থাকা ছেলেটাকে দেখে 

আজ একটু, ঠোঁট টিপে হাসলো তিতলি ।

দীর্ঘ দেড় বছর পর,

বন্ধ কারখানা খোলার সুসংবাদ পেল রবীন । 

জংলি লতায় ঘেরা,পেয়ারা গাছের সরু ডালে

পাতার আড়ালে,বুলবুল পাখিটা

একটা বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিল । 

আমি জানতাম 

কিছু না কিছু হবে 

ঠিক তাই হল 

আমার লোহার চাকার কাঠের গাড়িটা 

হাতের চাপে এগিয়ে যাওয়ার সময়

ঘর্ ঘর্ শব্দে দুটো ভাগ হয়ে গেল কোলকাতা 

স্তব্ধ হয়ে গেল দুদিক ।।  





Rate this content
Log in

Similar bengali poem from Inspirational