আমি চলি আমার মতো
আমি চলি আমার মতো
শনিবারের কলম সৈনিক
পর্ব:- ২৩৬
বিষয় :- নিজের কথা নিজে বলি
কথা ফোটে কুসুম কলি
কবিতা নয় ছড়ায় বলি
নিজ মতে নিজে চলি।
শিরোনাম :- আমি চলবো আমার মতো
কলমে :- নিখিল মিত্র ঠাকুর
তারিখ :- ৭/১২/২০২৪
ল
িখি আমি মনের কথা,
ফুটে ওঠে যতো ব্যাথা।
কখনো বা সমাজ ব্যবস্থা,
আর মন্দ কাজে অনাস্থা।
ভূ প্রকৃতির রূপের ডালি,
হৃদয় মন সব করে খালি।
কেউ বা বলে আদিখ্যেতা
কেউ বা বলে লিখছে চোথা!
কেউ বা বলে এই কবিতা?
নেইকো কোনো মাথা ছাতা।
লিখছে যতো আবল তাবল,
কবি তো নয় জুটছে পাগল।
কান দিই না পরের কথায়
ওসব বলা যায় খুব সস্তায়।
উৎসাহ দেওয়া অনেক কঠিন,
পারলে জীবন হবে রঙিন।
আমি চলবো আমার মতো
বলছে ওরা বলুক যতো।
