আমি বুঝি কুঁড়ে?
আমি বুঝি কুঁড়ে?
কোনো চিঠি আসে না,
বই খাতা চুপ চাপ;
ঘড়ি কাঁটা ছোটে না,
কাজে আজ নেই চাপ|
হাই তুলি অকারণ,
কেদারায় বসে আমি;
উড়ে গেছে দূরে 'মন',
খুঁজে নিতে দুষ্টুমি|
বসে আছি ঠোঁটে বিঁড়ি,
মেঘে মেঘে বেলা কাটে;
চাঁদ নামে বেয়ে সিঁড়ি,
জানালার সানসেটে|
এরপরে নিশিরাত,
ফিরে আসে 'মন' মনে;
দ্যাখে আমি কুপোকাত,
এক রাত ঘুম কিনে|
