আমি বিবেক বলছি
আমি বিবেক বলছি
আমি পাহাড় কোলে নির্জনে এসেছি
একাকীত্ব কে আলিঙ্গন করবো বলে।
আর কে তুমি এলে আমার কাছে?
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলে।
প্রশ্নের পর প্রশ্ন করো,জানতে চাও
কেন মানুষ এতো স্বার্থপর?
সজাতি মরে অনাহারে,
খাদ্য পঁচে অন্যের ভাঁড়ারে।
মানুষ কেন এতো হিংস্র?
ঠুনকো স্বার্থের আঘাতে নরহত্যা করে,
একলা নারীর শীলতাহানী করে।
মানুষ কি করে এতো নির্বোধ হতে পারে?
নির্বিচারে গাছপালা কাটে,
সবুজ ধ্বংস করে,
খাল কেটে বিপদ ডেকে আনে।
কেন মানুষ প্রতিবাদের ভাষা হারিয়েছে?
অন্যায় দেখে মুখ ঘুরিয়ে হাঁটে,
অসৎ কাজে মৌন সম্মতি দেয়।
কে তুমি?
এতো প্রশ্ন করছো আমায়!
তোমার জ্বালায়,
আমি কি নির্জনে এসেও শান্তি পাবো না?
আমি তোমার নিত্য সঙ্গী,
শয়নে স্বপনে সংগোপনে
আমি তোমাতে সম্পৃক্ত থাকি।
কোলাহল মুখর ব্যস্ত দৈনন্দিন জীবনে
তুমি আসোনা তো কখনও?
আমি থাকি গো তোমার অন্তরে,
প্রশ্ন করার সুযোগ পায় না।
কে তুমি বলো তো গলা ছেড়ে।
আমি বিবেক বলছি গো,
চিনতে পারছো না?
