আমার সূর্যমুখী
আমার সূর্যমুখী
সে ছিলো নয়নের মণি
তাকে দেখতাম দুচোখ ভরে
অনুভব করতাম হৃদয় জুড়ে
সোনালী রঙের শরীরে তার স্নিগ্ধ মসৃণতা
মাঝে বাদামি টিপের ছোঁয়ায় নির্মল আকর্ষণ।
সেই তো ছিলো প্রেমের প্রথম কলি
তাকে ভুলিনি আজ ও
আমার ছোট্ট বারান্দার এক কোণে
যত্ন করে বুনেছিলেম টবে
জল দিতাম, দিতাম স্নেহের পরশ,
ধীরে ধীরে বড়ো হয়ে উঠলো সে।
হ্যাঁ গো, সে ই আমার প্রথম ভালোবাসা
সুন্দর, নির্মল, আবেগী একটি "সূর্যমুখী ফুল"
প্রথম দেখাতেই আমি তার প
্রেমে পড়ে যাই।
যতক্ষণ ছিলো তার অস্তিত্ব
আমি চেয়ে থাকতাম তার দিকে
হয়তো বা সে ও।
কাজের ফাঁকে যখনই সময় মিলতো
এসে দাঁড়াতাম তার পাশটিতে
কিছু বললেই খিলখিলিয়ে উঠতো সে
মাথা নেড়ে প্রকাশ করতো খুশি
এইভাবেই চলছিলো আমাদের প্রেমালাপ।
তারপর প্রকৃতির নিয়মে
আস্তে আস্তে শুকিয়ে গেলো
একদিন ঝরে পড়লো বড়ো সাধের সূর্যমুখী
এরপর আরও কতো ফুল ফুটেছে বারান্দায়
কিন্তু ঐ প্রথম সূর্যমুখীটির কথা
আমি আজ ও ভুলতে পারি নি।