আমার মৃতদেহ
আমার মৃতদেহ

1 min

1.0K
আমার মৃতদেহ পড়ে থাকে
রাস্তার পাশে। কত লোক আসে
দেখে দেখে কান্নায় বুক ভাসে
শোকার্ত মিছিলের আর্দ্রতায়
কত লোক মৃতদেহ দেখে হারায়
হুশ। ভাবি নিরালায় , এমন তো
কোন ভালো লোক ছিলাম না আমি
তবে কেন সন্তপ্ত মানুষের মাঝে হেমন্ত
বেলায় হৈচৈ ,আর হাহাকার ...
দূরগামী মেঘ কাদেঁ , বৃক্ষ শাখে
কাতর পক্ষীকুল বিহবল , পড়ে থাকে
মৃতদেহ; কেবল তুমিতো
আসোনা করতে আমায় সমাহিত
কত লোক যায় কত লোক আসে
ঢেকে থাকে মৃতদেহ বিবেকের ঘাসে