STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

আমার বইমেলা

আমার বইমেলা

1 min
547


বই পড়ি

ভাষার ভাবনা বুকে ধরি। 

বই লিখি

পড়ার নেশায় সুখে মরি।


লেখার নেশায় ডুবে ডুবে নিত্য খুঁজে চলি চলন্তিকা 

লেখা আমার নেশা আমাকে বাঁচিয়ে রাখার জীবিকা।

 

এলে বইমেলা ছুটে যাই একলা কখনও দলেবলে

দেশ বিদেশের নতুন বই নেড়েচেড়ে দেখার ছলে।


ভিড় ঠেলে দোকান খুঁজে খুঁজে পেলে সেই বইখানা

অনেক স্মৃতি মনে পড়ে যায়। 

আলাপ পরিচয়। ছবি তোলা। কবিতা পাঠ। গান বাজনা 

খাওয়া-দাওয়া বুক ভরে যায়।


আড্ডা কথাবার্তা আলোচনার খুনসুটি ভরপুর

প্রেম, হট্টগোল, ধুলোর ওড়াউড়ি সারা-দুপুর।


বইয়ের গন্ধ শুঁকতে শুঁকতে বেলা অস্তমান 

সন্ধ্যায় ঝলমল আলোর বাতি।

বই বেচাকেনা বাঙালির আর এক যে পার্বণ

বই-পার্বণ মুক্তির বসতভাতি।


খোলা মাঠ সাজানো গোছানো বইমেলা বাঙালির ও বাংলার গৌরব

অবাক লাগে।

লেখক বা পাঠক বা পাবলিশার মুখোমুখি বসে সম্পর্কের সৌরভ

রাগনুরাগে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics