আমাদের মেয়েরা
আমাদের মেয়েরা
কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন
মনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি সারাক্ষন
দুঃখ নিয়ে থাকি আমি সুখের পাশাপাশি
আজব এক মেয়ে আমি এখন দুঃখ পেলেও হাসি
এক সাগর কষ্ট বুকে, যন্ত্রণার কথা বলি কাকে!
যার কারনে নিঃস্ব হলাম, সে তো আছে বেশ সুখে
আর আমার কথা ভুলেই গেছে
দুঃখ আমার চির সাথী, কান্না আমার গান
ব্যথা আমার মুখের হাসি, কষ্ট আমার প্রান
মন যদি আমার নৌকা হয়- মাঝি হবে কে!
সবাই যদি পর ভাবে তো আপন হবে কে!
