STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

আলোকময়

আলোকময়

1 min
196


গ্রীষ্মের বাতাস ছাই রঙে সাদা,

পাতার ওপর ধুলোর আস্তরণ,

বর্ষার জলে প্যাচপেচে কাদা,

ঝাপসা দৃষ্টির সসীম বিচরণ।

দিনের আলোর একটু সহানুভূতি,

উড়ে বেড়ায় চিকচিকে সাদা হাঁস,

রাতের আঁধারে বিচিত্র অনুভূতি,

শ্বাপদে, মানুষে গ্রামেতে নিয়েছে বাস।

বিজলী ছিল না, ছিল না নিয়ন আলো,

ছিল জোনাকিরা খোলা মাঠে,

জীবনের রং হয়েছিল ঘন কালো,

মুখ দেখেছিলো চাঁদ, আঁধার ঘেরা বাটে।


বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের গ্রামে গ্রামে,

আলোকিত পথ ঘাট,

রাতের বেলায় আলোয় আলোয় সেজে,

খুলেছে দোকান-পাট।

সভ্যতার চাবিকাঠি বিদ্যুতেরই হাতে,

সহজ হয়েছে জীবন,

স্বাচ্ছন্দ্য ছড়িয়ে আছে প্রতিটি পদক্ষেপে,

সুখের স্বরূপ দর্শন।

আলোর রোশনাই কল্পলোকের ধাঁধা

ছড়ায় পথে, ঘরে,

রকমারি রঙে গ্রামের মহিমা বাঁধা,

জ্যোৎস্না মেনেছে হারে। 




Rate this content
Log in

Similar bengali poem from Abstract