আলেখ্য কুঁচিকা
আলেখ্য কুঁচিকা
পটভূমিকায় সুনীল আকাশ ; স্মৃতি আলেখ্য কুঁচিকা,
সংযোগ তার মনের গহীনে ; পুরাণে উক্ত সূচিকা ।
অখিল ভূবনের ইতিহাসমালা সঞ্চিত যাদুঘরে ,
গহন দহনে হয় না ভস্ম ; বৃদ্ধি পায় কলেবরে ।
আমার যেটুকু তোমার ভিতরে লুক্কায়িত রহে ,
বর্ণিত হয় বর্ণে বর্ণে ; স্মৃতি আলেখ্য তারে কহে ।
ব্যাপ্তি বিশাল নীলিমার চেয়ে মনের পটভূমি,
কত ইতিহাস সেথা করে বাস বুঝিতে পার না তুমি ।
আমিও বুঝি না; শিশুসুলভ মনে কেমনে আসে তথ্য,
স্মৃতিটুকূ তার তুলি' রাখিবার প্রচেষ্টার নাম সত্য ।
অন্ধকারে ঢাকা যে আকাশ ;সেথায় দেখি যে ছবি,
রাত্রি আকাশে কোটি কোটি তারা প্রত্যূষে দেখি রবি ।
স্মৃতিরা কভুও স্বপ্ন হয় না ; কল্পনাও নহে কেহ ,
পটভূমিকায় শহীদ মিনার বিপ্লবী স্মৃতি গেহ ।
জাতপাত আর ধর্ম নিয়ে হোক ভোট রাজনীতি,
মনের পটে চির অম্লান ছাগ বলিদান স্মৃতি ।
