আক্ষেপের অবসান
আক্ষেপের অবসান


একটা সত্যি দেখার দুপুর
আমার মিথ্যে সুখের ইতি,
তারিখ ভুলতে চাওয়ার ছুতো
সময় পুড়লে সবই স্মৃতি।।
সব অসম্ভবের পরেও
থাকার ইচ্ছে ছিল প্রবল,
তবু জীবন শিখিয়ে দিল
নাহ্! একলা বাঁচাই আসল।
যত মিথ্যে মোড়া আবেগ
হেলায় উপড়ে ফেলে তাকে,
আজ ফিরে দেখার দিনে
দেখি, সবটা গেছে চুকে।।