STORYMIRROR

Ratnadeep Pramanik

Fantasy Others Children

2  

Ratnadeep Pramanik

Fantasy Others Children

আকাশ, তোমার মতো হবো একদিন

আকাশ, তোমার মতো হবো একদিন

1 min
84

আকাশ, তোমার মতো হবো একদিন –

বেড়াবো ঘুরে যেভাবে তুমি ঘুরে বেড়াও|

ভেসে থাকবো অনেকটা জুড়ে পৃথিবীর,

তুমি ছেয়ে থাকো যেরকম!

তোমার মতো, কখনো আঁকবো চাঁদ;

অসংখ্য নক্ষত্রের মেলা সাজাবো!

কখনো সূর্যের উষ্ণতা মাখবো গায়ে;

কখনো বা সারাদিন হলদে কিংবা সোনালী;

কোনো জামা পরে থাকবো!

রাতে মাতবো রুপোলি রঙে, আর হ্যাঁ,

মেঘও আঁকবো গায়ে, তুমিও তো আঁকো!

তোমার মতো গর্ব করবো সেদিন –

তোমার মতো আমি হবো যেদিন!


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy