আজও একা
আজও একা
গগনভেদী রৈ রৈ শীৎকার ;
অভ্রভেদী তুষার ধবলা,
বৈশাখী ঝড় জলে উপকার ;
চিরকুটের বাণীখানি অবলা ।
ফাঁকা মাঠে মিছিলের সমাবেশ ;
নেতাদের প্রশস্ত ভাষণে,
সাথীহীন থাকা আমার অভ্যেস ;
বসিনাকো দূরাশার আসনে ।
হিল্লোলে বয়ে চলে নদী ;
দুই তীরে জীবনের কলরোল ,
একেলাই আজও অবধি ;
লক্ষ্য তার সাগর উপল ।
মিলে যেতে নীলের ভিতর ;
কত সাধ ওইটুকু প্রাণে,
তার কাছে বন্ধন ইতর ;
বাধাগুলো টপকাতে জানে ।
ভিন গ্রহে মানুষের হাত ;
নাগালে অজানা হাতছানি,
কালো হতে চেয়েছিল রাত ;
তাই সে তমসারাণী ।
দিবালোক উজ্জ্বল , ধাঁধানো ;
দৃষ্টিতে দানে কত বিভ্রম ,
মন যার স্বর্ণে বাঁধানো ;
একা থাকা নয় পরিশ্রম ।
ঘরে বসে সূর্য্য পরিক্রমা ;
অজান্তে করছে সকলে ,
জ্ঞান হল একমাত্র ' ট্রমা ';
পড়ে না জানের কবলে।
