আজও একা
আজও একা
আজকাল বড়ো একা হয়ে যাই, তোমার বিরহ একা করে আমায়,
অস্থিরতা ইচ্ছে করে আমায় গ্রাস করে নেয়।
আমার নিঃসঙ্গতা তুমি গড়ে দিয়েছ নিশিদিন,
তাই চোখ আমার ম্রিয়মান, মনেহয় দেখা নেই কতদিন।
ভালোবেসেছি তোমার শরীর সহ, অনাদর, অবহেলা,
তুমি চুপ থেকে আমার থেমে দিয়েছ শব্দমালা।
এই যে একাকী হয়ে বসে আছি, পথের যাত্রী আমি একা,
জানি তুমি আসবে না, এটা শাস্তি আমার একা থাকা।
একা করেছ বলে, আবেগ জমিয়ে লিখছি কবিতা,
তুমিও তো ভালো নেই, তবুও রেখেছ একা, আমার মন বলে তা।
তুমি নেই বলে, মনকে তোমার থেকে কিভাবে আড়াল করে রাখি?
একা রেখেছ তাই ভাবছি বেশি, নিশিদিন নিরালায় থাকি।
ভাবছ তুমি, একা রেখেছ বলে, ভুলে যাব তোমার নাম,
জ্বলে পুড়ে শুধু মরে যাব, জেনে রাখ তার পরিনাম।
একা একা পুড়িয়ে মারবে আমায়, ভেবেছিলে কি তুমি প্রথম দেখায়?
তাহলে কেন বল আজ ইচ্ছে করে রেখেছ আমাকে নিঃসঙ্গতার ঢাকায়?।
তোমাকে মনের ঘরে কিভাবে বল আড়ালে রাখি?
যেটুকু প্রেম ছিল, নেই তো কিছু হাতে, আর কিছু নেই বাকি।
আজও যদি বল, ঠান্ডা হও, এমন করো না গো তুমি আর,
তবে বল আমি কেন একা?
সেই প্রশ্নের জবাব শোনাবে কি তুমি তার?
