আজও বেঁচে আছে প্রেম
আজও বেঁচে আছে প্রেম


তোমার কাছে সুখ চাইনি কখনো,
শুধু চেয়েছিলাম একমুঠো জীবন।ভালোবাসা চাইনি আমি,
মিথ্যা আশায় ভেঙেছে মন।
চাইনি কখনো প্রেম-প্রেম খেলা,
মিথ্যা সোহাগ, মিথ্যা সিঁদুর।
চাইনি আমি ছলনা তোমার,
স্মৃতিগুলি তাই বেদনাবিদুর।
মুক্ত আকাশ তোমার দুচোখে,
জীবন চেয়েছে শুধুই মুক্তি।বলেছে সবাই প্রেম ঈশ্বর,
দিয়েছে কত মিথ্যা যুক্তি।আমি সে যুক্তি মেনেছি অবাধে,
যদিও পেয়েছি অনেক কষ্ট।জানিনা তবুও আজও কেন প্রেম,
বেঁচে আছে মনে, হয়নি নষ্ট।