Runa Bandyopadhyay

Abstract Others

3  

Runa Bandyopadhyay

Abstract Others

আজি ঝরঝর মুখর বাদল দিনে

আজি ঝরঝর মুখর বাদল দিনে

1 min
970


বিমুখ বাদলতত্ত্বে অস্থির স্বপ্নেরা। ওই চন্ডীমন্ডপের দাওয়া; কিছু তর্ক কিছু বিতর্ক সমাহার। চোখের ওপর নুয়ে পড়া খড়ের ছাউনি উড়িয়ে নিদাঘী আকাশ। চোখ পেতে রাখে গর্ভিত মেঘেদের প্লাসেন্টা বরাবর। মাতাল লেবুপাতার মৃদু গন্ধস্মৃতি। দাপাদাপি করে অতিবেগুনীতে জীর্ণ সেরিব্রামের ভাঁজে ভাঁজে।


দৃষ্টিতন্ত্র পেরোলে অন্ধবিন্দুতে একসারি কবন্ধের উদ্বাহু নৃত্য। বৃক্ষহত্যার ধড় থেকে মাথা নেমে যায় জলে। রেমঘুমে গড়ানো খলখল হাসি। ত্রাসজনিত কোলাহল জেগে উঠলে, গৃহীত অক্সিজেনে জড়িয়ে যায় গাছেদের দীর্ঘশ্বাস। পাললিক প্লাজমারা তখন ক্রমশঃ ফসিল।


আহ্‌ ! বড় ক্লান্তি লাগে। একটু বনভোজন আর এক টুকরো মাটি খুঁজে সবুজ রোপণ। রোপিত সঙ্গম থেকে সম্পূর্ণ এক মানুষ। হলুদ মাঠের আল ধরে হাঁটবে আবার বৃষ্টি; অঝোর বাদল।



Rate this content
Log in