আজ সে আমার স্বপ্নে এসে ছিলো
আজ সে আমার স্বপ্নে এসে ছিলো
আজ সে আসছিল আমার স্বপনে!
জড়িয়ে ধরে ছিলাম তারে
আপন হাতে বাহুডোরে
ভালোবাসার পরশ একে-দিয়েছিলাম তারে গোপনে।
সে অনেক কেঁদেছিল আমার বুকে মাথা রেখে
মনে নাকি তার অনেক ব্যথা
উজার করবে আজ সব কথা
সারা-রাত পার করবে নাকি আমায় দেখে-দেখে।
আমাকে দেখার জন্য সে নাকি পাগল হয়ে-গেছিল
ভেবেছিল আমি হয়তো হারিয়ে গেছি
তাকে হয়তো ভুলেই গেছি
এই ভেবে সে নাকি অনেক রাঁত্রি কেঁদেছিল।
সে আমায় আরো কতই না কথা বললো
আমাকে নাকি আর ছারবেই না
আমার ছাড়া আর কারো হাত ধরবেই না
এভাবেই কেঁদে-কেঁদে বুকে ঘুমিয়ে গেলো।
হঠাৎ জেগে দেখি কোথায় জানি হারিয়ে সে গেলো
যদি সারাজীবন এভাবেই ঘুমিয়ে থাকতে পারতাম
তারে আমার বুকের মাঝে এমনি ধরেই থাকতাম
তা আর হল না; পরে জানতে পারলাম
আজ সে আমার সপ্নে এসে ছিল..!

