সিগারেটে সুখ
সিগারেটে সুখ
এই যে তুমি থাইকা গেলে বিরাট কোনো স'ম'স্যা হইতো না, কও?
হয়তো একটু খানি বেশি অসুখ করতো নয়তো অভিমান জমতো,
থাইকা থাইকা ঝগড়া লাগতো,
আরেকটু বেশি ভু'লই হইতো।
তবুও তো একসাথেই থাকতাম।
বিনা শোধে আমার তো আর এমন কইরা কান্দা লাগতো না।
প্রতিদিন আমাকে এইভাবে সি'গা'রে'টে সুখ খুঁজতে হইতো না।
তাই না?

